সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ ফেব্রুয়ারি ২০২৪ : শ্রীমঙ্গলে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের এসএসজি জলধারা প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির গভীর নলকূপ স্থাপন শেষে উদ্বোধন করা হয়েছে।
অদ্য সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানে চা শ্রমিক, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিনলে বালিশিরা ডিভিশনের মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন, আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের এসএসজি জলধারা প্রকল্পের প্রধান সমন্বয়ক মাসুদ আল আমিন রাজিব প্রমুখ।
আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের এসএসজি জলধারা প্রকল্পের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, আরটিভি’র জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুস শুকুর, দৈনিক খোলাচিঠি পত্রিকার বার্তা সম্পাদক, সাংবাদিক হৃদয় দাশ শুভ, বাংলা এফএম-এর নিজস্ব প্রতিবেদক দেওয়ান মাসুকুর রহমান সহ অন্যান্যরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘লাইট হাউস’-এর সত্ত্বাধিকারী সুধীর চাষা।
অনুষ্ঠান শেষে সুপেয় পানির গভীর নলকূপ স্থাপনকৃত স্থানে নামফলকের পর্দা সরিয়ে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
কাকিয়াছড়া চা বাগানের প্রায় অর্ধশত পরিবার এবং এই বাগান দেখতে আসা পর্যটকরা এই গভীর নলকূপ থেকে সুপেয় পানি পান করতে পারবেন বলে জানিয়েছেন আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের এসএসজি জলধারা প্রকল্পের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরী। এটি তাদের ১০২তম গভীর নলকূপ স্থাপন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D