স্টিফানি ম্যাকমিলানের ‘ক্যাপিটালিজম মাস্ট ডাই’ বইটিতে পুঁজিবাদের মুখোশ উন্মোচন

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

স্টিফানি ম্যাকমিলানের ‘ক্যাপিটালিজম মাস্ট ডাই’ বইটিতে পুঁজিবাদের মুখোশ উন্মোচন

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ : ক্যাপিটালিজম মাস্ট ডাই বইটিতে স্টিফানি ম্যাকমিলান যেভাবে পুঁজিবাদের মুখোশ উন্মোচন করেছেন-এত সহজ উপস্থাপনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।

আমরা সবাই জানি-বর্তমানে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ভূমিখেকো হিসেবে আবির্ভূত হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিনিয়োগ। বিভিন্ন উপায়ে এই বিনিয়োগকারীরা জমি দখল করে চলেছে। কোথাও যুদ্ধ বাঁধিয়ে, কোথাও ডাম্পিং করে যেখানে যেভাবে পারে দেশীয় কৃষকদের ক্ষতি সাধন করছে। ফলে কৃষকদেরকে জমি ছেড়ে শহরে চলে যেতে হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব। এই সত্যগুলো পুঁজিবাদীরা আড়াল করতে চায় সাধারণ মানুষের থেকে। কারণ তারা সবসময় বিদ্রোহের ভয়ে থাকে।

স্টিফানি ম্যাকমিলান যেভাবে বিভিন্ন চিত্রের মাধ্যমে পুরো পুঁজিবাদী সমাজের চেহারা এবং সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

কার্ল মার্কসের ক্যাপিটাল গ্রন্থের অনেক জটিল জটিল বিষয়কে এই বইয়ে লেখক কখনো ছবি, কখনো কার্টুন, কখনো বা সহজ সরল আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছেন।

আজকের দিনে যারা প্রগতিশীল চিন্তা করতে চান, জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় বিচরণ করতে চান এবং মার্কসবাদকে আরও ভালোভাবে বুঝেতে চান ক্যাপিটালিজম মাস্ট ডাই পুস্তিকাটি তাদের সহায়ক হবে বলে আমার প্রত্যাশা।

মুদ্রিত মূল্য: ৩৩৫ টাকা
বিক্রয় মূল্য: ২৫১ টাকা

এ সংক্রান্ত আরও সংবাদ