ভাষা সংগ্রামী ডা. গোলাম মন্তকাকে সংবর্ধনা

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

ভাষা সংগ্রামী ডা. গোলাম মন্তকাকে সংবর্ধনা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ : ভাষা সংগ্রামী ডা. গোলাম মন্তকাকে সংবর্ধিত করেছে সুনামগঞ্জের সিভিল সোসাইটি।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) রাতে সুনামগঞ্জ পৌরসভার শহীদ জগৎজ্যাতি পাঠাগার মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা এবং সংবর্ধিত ভাষা সংগ্রামী ডা. মো. গোলাম মন্তকা রচিত ও অপূর্ব শর্মা সম্পাদিত ‘শতবর্ষের পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম মুহিবুর রহমান মানিক।

Manual4 Ad Code

মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব উদযাপন কমিটির সভাপতি এ.বি.এম. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শিক্ষাবিদ শামীমা ফেরদৌস লুনা,জজকোর্টের পিপি ড. খায়রুল কবির রুমেন এডভোকেট, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আহমদুজ্জামান হাসান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বির আহমদ আখঞ্জি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শহীদুল হক মুন্সী, নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট নান্টু রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম রব শোয়েব ও লেখক প্রকাশক অপূর্ব শর্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Manual8 Ad Code

আলোচনা শেষে সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিক ও সংবর্ধিত লেখক ডা. মো. গোলাম মন্তকাসহ মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ ‘শতবর্ষের পথে’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য সংবর্ধিত ভাষা সংগ্রামী ডা. গোলাম মন্তকা ১৯৩১ সালের ১ অক্টোবর জেলার ছাতক থানার মল্লিকপুরে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের সময় তিনি সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে স্থানীয় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন।

বক্তারা সংবর্ধিত এ সংগ্রামীর শতায়ূ কামনা করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code