মূল্য তালিকা না থাকা ও অবৈধ মজুদের দায়ে জরিমানা

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

মূল্য তালিকা না থাকা ও অবৈধ মজুদের দায়ে জরিমানা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | লালমনিরহাট, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মজুদ লাইসেন্স তদারকির পাশাপাশি দোকানে পন্যের মূল্য তালিকা না থাকা, অবৈধ মজুদ রাখা, সঠিক মাপ প্রদান না করার দায়ে চারটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে আদিতমারী উপজেলার বুড়িরবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা।

সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা জানান, অভিযানকালে মজুদ লাইসেন্স তদারকির পাশাপাশি দোকানে মূল্য তালিকা না থাকা, অবৈধ মজুদ রাখা, সঠিক মাপ প্রদান না করার দায়ে চারটি দোকানকে মোট সাড়ে আটহাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি জানান, সাধারণ মানুষ যাতে একসাথে বেশি পন্য ক্রয় না করে সেজন্য তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়াও মজুদ লাইসেন্স না থাকলে মজুদ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code