সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪
কূটনৈতিক প্রতিবেদক | মস্কো, ১১ মার্চ ২০২৪ : ভ্লাদিমির পুতিন এ সপ্তাহান্তে আরো ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। খবর এএফপি’র।
১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা পুতিন যেকোন ধরনের বিরোধীতা এবং ভিন্নমতকে রাজনৈতিকভাবে ও সাংগঠনিক দক্ষতায় মোকাবেলা করেন। নির্বাচনের ফলাফল তার পক্ষে থাকা নিশ্চিত করতেই তিনি এমন পদক্ষেপ গ্রহণ করেন।
১৫ থেকে ১৭ মার্চের নির্বাচনে বিজয় ভ্লাদিমির পুতিনকে কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত ক্রেমলিনের ক্ষমতায় থাকার ম্যান্ডেট পাবেন। আর এর মধ্যদিয়ে তিনি ক্যাথরিন দ্য গ্রেটের পর সবচেয়ে বেশিদিন ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ক্যাথরিন দ্য গ্রেট অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
আর এ ভোট এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন কেজিবি’র সাবেক এ প্রধানের আত্মবিশ্বাস চরমে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি