সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪
বিশেষ প্রতিবেদক | মস্কো, ১৫ মার্চ ২০২৪ : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আগামী তিনদিনের মধ্যে রাশিয়ানরা ছয় বছরের জন্য তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে এটি হবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট। এর আগে এই প্রযুক্তি পূর্বের স্থানীয় সরকারের ভোটের সময় পরীক্ষা করা হয়েছিল। তিন দিনের ভোটে প্রথমবারের মতো দনবাস এবং নভোরোশিয়ার বাসিন্দারা অংশ নেবেন।
ইতোমধ্যেই রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে বিশেষকরে পূর্বের কামচাটকা এবং চুকোটকায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডভ প্রথম আঞ্চলিক প্রধান যিনি তার ভোটধিকার প্রয়োগ করেছেন।
প্রার্থীরা ২০২৪ সালের নির্বাচনে শীর্ষ রাষ্ট্রীয় পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা আধুনিক রাশিয়ার ইতিহাসে সামগ্রিকভাবে অষ্টম। তারা হলেন ভ্লাদিস্লাভ দাভানকভ (নিউ পিপলস পার্টির মনোনীত), বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এলডিপিআর পার্টির লিওনিড স্লুটস্কি এবং নিকোলে খারিটোনভ (রাশিয়ার কমিউনিস্ট পার্টি)।
প্রেসিডেন্টের দৌড়ের একেবারে শুরুতে দলগুলোর নয়জন প্রতিদ্বন্দ্বী এবং ২৪ জন স্বতন্ত্র প্রতিযোগী সহ মোট ৩৩ জন রাশিয়ান প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মাত্র ১৫ জন শেষ পর্যন্ত প্রার্থী হিসাবে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। নথি জমা দেওয়ার সময়সীমা ১ জানুয়ারিতে শেষ হলে মাত্র ১১ জন প্রার্থী প্রতিযোগিতায় টিকে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত মাত্র চারজন প্রার্থী ভোটের যুদ্ধে নেমেছেন।
প্রথমবারের মতো রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন চলবে তিনদিন। রাশিয়ান কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ার এলা পামফিলোভা অনুসারে রাশিয়ানরা এই ফর্ম্যাটটি পছন্দ করেছে। কারণ, এটি তাদের ভোট দেওয়ার আরও সুযোগ করে দিয়েছে।
সামগ্রিকভাবে, রাশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৯৪,০০০ এর বেশি ভোট কেন্দ্র খোলা থাকবে। বিদেশের বেশ কয়েকটি স্থান বাদে ভোট আনুষ্ঠানিকভাবে ১৭ মার্চ স্থানীয় সময় রাত ৯টায় শেষ হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি