দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কমরেড মেনন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৪

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কমরেড মেনন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ এপ্রিল ২০২৪ : বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, “পহেলা বৈশাখ হয়ে উঠুক সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও অশুভ শক্তির বিরুদ্ধে বাঙালি জাতির মননে-মস্তিষ্কে অদম্য সাহস ও অনুপ্রেরণার অনন্য দ্যোতক। সবাইকে ১৪৩১ বঙ্গাব্দের শুভেচ্ছা।”

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, “একাত্ম হয়ে আমরাও বলি, “নবতারুণ্য রুখে দিক সাম্প্রদায়িকতা। বৈশাখ হোক বাঙালি জাতিসত্বার মূর্তপ্রতিক।”

বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে অায়োজিত কর্মসূচিতে সকলের উপস্থিতি কাম্য।

১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৪) রবিবার সকাল ৮টায় শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা ও পৌরশাখার সকল সদস্যসহ নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি।