সিলেটে স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভাগীয় সম্মেলন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

সিলেটে স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভাগীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৮ জুন ২০২৪ : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সিলেট বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন ২০২৪) সকাল ১১টায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসাল লিমন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম মহাসচিব ডা. সোহেল মাহমুদ, ডা. পূরবী রানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. জাবেদ, আন্তর্জাতিক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার সদস্যসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ চৌধুরী, ডা. গৌতম তালুকদার এবং ডা. রেজাউল ইসলাম মোনাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আশিকুর রহমান মজুমদার, সদস্য সচিব অধ্যাপক ডা. মুজিবুল হক, সিলেট জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন রবিন, ওসমানী মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডা. নাসরীন আখতার, সদস্য সচিব ডা. প্রশান্ত সরকার, মৌলভীবাজার জেলার আহবায়ক ডা. মো. শাব্বির হোসেন খান, সুনামগঞ্জ জেলার আহবায়ক ডা. স্বাধীন কুমার দাস ও শ্রীমঙ্গল শাখার আহবায়ক ডা. নিবাস চন্দ্র পাল প্রমুখ।

এছাড়া সম্মেলনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট বিভাগের সকল সদস্য ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বচিপ এর ভূমিকা ও অঙ্গীকার তুলে ধরেন এবং স্বাস্থ্যখাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ডা. জামাল উদ্দিন আহমেদ দেশব্যাপী চিকিৎসা খাতে অবকাঠামোগত উন্নয়নের তথ্য তুলে ধরেন এবং চিকিৎসক নির্যাতনের জন্য আইনী ব্যবস্থা নেয়ার আহবান জানান।

শুরুতে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখা, ওসমানী মেডিকেল কলেজ শাখা, সুনামগঞ্জ শাখা, মৌলভীবাজার শাখা এবং শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ