কতো গভীর দুঃখ-বেদনা লেগে থাকে মহৎ সব সৃষ্টির গায়ে!

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৪

কতো গভীর দুঃখ-বেদনা লেগে থাকে মহৎ সব সৃষ্টির গায়ে!

Manual5 Ad Code

সঞ্চিতা সান্যাল |

বৃটিশ মিউজিয়াম লাইব্রেরীতে পড়তে পড়তে দিনের বেশিরভাগ সময় চলে যেতো কার্ল মার্কসের।

Manual3 Ad Code

নির্দিষ্ট ড্রেসকোড ছিলো লাইব্রেরীতে। বেশ কিছুদিন হলো লাইব্রেরীতে যাওয়া হচ্ছে না। মন উচাটন। বন্ধু এঙ্গেলসকে চিঠি লিখলেন ২৭ ফেব্রুয়ারি, ১৮৫২। একমাত্র কোটটি দোকানে বন্ধক রাখতে হয়েছে। কোটের অভাবে লাইব্রেরীতে যাওয়া হচ্ছে না।
সাহায্য এলো। কোট ছাড়িয়ে আবার লাইব্রেরীতে যাওয়াও শুরু হলো।
কিছুদিন যেতে না যেতেই সেই কোট এবার বিক্রিই করে দিতে হলো।
লেখার সরঞ্জাম কিনতে হবে।
স্ত্রী জেনিও বাইরে বেরোতে পারছেন না শুধু মাত্র ভদ্রস্থ পোষাকের অভাবে। নিরুপায় হয়ে তাঁর গাউনটিও বন্ধকে রাখতে হয়েছে এবারে কালি কিনতে।
মার্ক্স ক্যাপিটাল লিখছিলেন। ১৮৬৬ তে ক্যাপিটাল লেখার আগের বছরটিও ঠিক এভাবেই কেটেছিলো মার্কস আর জেনির!

কতো গভীর বেদনা, গ্লানি, লজ্জা দুঃখ লেগে থাকে মহৎ সব সৃষ্টির গায়ে!

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ