শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২৪ : শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড ও কলেজ রোডসহ বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইসাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (৩০জুন ২০২৪) দুপুরে ব্যাপকভাবে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু এ অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “শহরকে যানজট মুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি বলেন, “কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। এছাড়াও ফুটপাতে অবৈধভাবে অবস্থান নেওয়া কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে বারবার উচ্ছেদ করার পরও পুনরায় ব্যবসা পেতে বসেন আর শহরের সৌন্দর্য নষ্ট করেন।” তিনি আরও বলেন, “সবাইকে সাথে নিয়ে এই শহরকে আমরা সুন্দর ও যানজট মুক্ত রাখতে চাই।”

Manual4 Ad Code

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল বলেন, “শহর সুন্দর রাখতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না।”

Manual6 Ad Code

শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ