শ্রীমঙ্গলে চা কারখানায় কর্মরত শ্রমিক পবন তাঁতী নিহত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

শ্রীমঙ্গলে চা কারখানায় কর্মরত শ্রমিক পবন তাঁতী নিহত

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ জুলাই ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা কারখানায় কাজ করার সময় পবন তাঁতী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ জুলাই ২০২৪) দুপুরে উপজেলার কালিঘাট চা বাগানের কারখানাতে এ ঘটনা ঘটে।

পবন কালিঘাট চা বাগানের ৪ নম্বর লাইনের বাসিন্দা দ্বিন তাঁতীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে চা বাগানের কারখানায় কাজ করছিলেন পবন তাঁতী। হঠাৎ অসর্তকতা বশত কারখানায় ১৫/১৬ ফিট উপর থেকে নিচে পড়ে যায়। এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ নিহতের পরিবার বাড়িতে নিয়ে গেছে।

খবর পেয়ে কালীঘাট চা বাগানে পবন তাঁতীর স্বজনদের সমবেদনা জানাতে তার বাড়িতে যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এ সময় পবন তাঁতীর স্বজনদের দাবির প্রেক্ষিতে তিনি বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন এর সাথে মুঠোফোনে কথা বলেন বিনা ময়নাতদন্তে পবন তাঁতীর সমাধী সম্পন্ন করার জন্য।

বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়কে আশ্বস্ত করেন বিধি মোতাবেক ময়নাতদন্ত ছাড়া পবন তাঁতীর সমাধী সম্পন্ন করা হলে কোম্পানি কর্তৃক যাবতীয় সুবিধা পেতে কোন প্রকার সমস্যা হবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ