মৌলভীবাজারে জেলা বিএনপির সমাবেশ

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

মৌলভীবাজারে জেলা বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৩ জুলাই ২০২৪ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মৌলভীবাজারে জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই ২০২৪) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য’ ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আরিফুল হক চৌধুরী।

এই সমাবেশে শ্রীমঙ্গল থেকে বিএনপির নেতা কর্মীর বিশাল একটি বহর নিয়ে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ূন ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছ।

সমাবেশে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং শ্রীমঙ্গলের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ