শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ জুলাই ২০২৪ : শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) দুপুরে পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে যানজট থেকে মুক্তি পেতে শ্রীমঙ্গল শহরে রোড ডিভাইডার স্থাপন করা হয়।

এছাড়াও যানজট নিরসনে নেওয়া হয়েছে নতুন নতুন নানা উদ্যোগ। পর্যটক ও সকল পর্যায়ের জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের জনগুরুত্বপূর্ণ ও যানজট প্রবণ এলাকায় বসানো হচ্ছে রোড ডিভাইডার।

পর্যটন শহর হিসেবে খ্যাত শ্রীমঙ্গল উপজেলায় পর্যটকদের বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াতের প্রধান প্রধান সড়ক হলো শহরের ভানুগাছ রোড, স্টেশন রোড এবং চৌমুহনা এলাকা। এসব সড়কে প্রায়ই দীর্ঘ সময় যানজট লেগেই থাকে। তা নিরসনে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় নানা পদক্ষেপ গ্রহণ করে।

রোড ডিভাইডার স্থাপনে সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও লেমন গার্ডেন রিসোর্টের স্বত্বাধিকারী মো. সেলিম মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মিজানুর রহমান ও অমিতাভ শেখর চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা।

থানা পুলিশ সূত্রে জানা যায় যে, শহরের যানজট নিরসনের লক্ষ্যে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেমন গার্ডেন রিসোর্টের পক্ষ থেকে অর্ধশত রোড ডিভাইডার কোন দেওয়া হয়েছে। তারা আরও জানান, যানজট নিরসনের প্রয়োজনে আরো রোড ডিভাইডার কোন দিবেন প্রতিষ্ঠানটি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আনিসুর রহমান জানান, ‘যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে রোড ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর তাই গুরুত্বপুর্ণ স্থানে রোড ডিভাইডার স্থাপন করে শহরকে যানজটমুক্ত করতে কাজ করছে শ্রীমঙ্গল থানা ও ট্রাপিক পুলিশ। শহরটি যানজটমুক্ত রাখতে আমাদের ট্রাফিক বিভাগ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আগামীতে এটি সম্প্রসারণের পরিকল্পনা আছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ