চিত্রাপাড়ে চলছে এসএম সুলতান শীর্ষক দুইদিনব্যাপী আর্ট ক্যাম্প

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪

চিত্রাপাড়ে চলছে এসএম সুলতান শীর্ষক দুইদিনব্যাপী আর্ট ক্যাম্প

বিশেষ প্রতিবেদক | নড়াইল, ০৫ জুলাই ২০২৪ : নড়াইল জেলার ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দুইদিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিস্ট গ্রুপ আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে শুরু হয়।

এ আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান প্রমুখ।

আর্ট ক্যাম্প উদ্বোধনকালে শিশুস্বর্গের শিক্ষার্থীসহ সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আসা ১২জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে শিল্পীরা সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ দুইদিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ