শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশী অভিযান : ম্যানেজারসহ কয়েকজন আটক

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪

শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশী অভিযান : ম্যানেজারসহ কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ জুলাই ২০২৪ :পর্যটন শহর হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের একটি আবাসিক হোটেল-রিসোর্টে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড বিজিবি ক্যাম্প সংলগ্ন হোটেল মুন ড্রিমস-এ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ হোটেল মুন ড্রিমস-এ অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এ অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সহ একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

হোটেলটিতে অভিযান পরিচালনা শেষে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় হোটেলের ম্যানেজার সহ কয়েকজনকে আটক করা হয়।
এর আগেও এই হোটেলটিতে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া অসামাজিক কার্যকলাপের জন্য হোটেল কর্তৃপক্ষকে জরিমানাও করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ