শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ জুলাই ২০২৪ : শ্রীমঙ্গল শহরের অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪) শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করে।

শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের রাধানাথ সিনেমা হলের সামনের ব্যবসায়ীরা পৌরসভার ফুটপাতের উপর টিনের সেট নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে সাধারণ পথচারীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হন। বিষয়টি শ্রীমঙ্গল পৌর কর্তৃপক্ষকে জানালে পৌরসভার পক্ষ থেকে টিনের সেট দ্রুত অপসারণ করে নিতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। দীর্ঘদিন অপেক্ষা করে কোন প্রকার প্রতিকার না পেয়ে পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মো. কাজী আব্দুল করিম, কাউন্সিলর মো. হানিফ চৌধুরী, কাউন্সিলর চয়ন রায় সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারবৃন্দ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code