জমকালো আয়োজনে এনআরবি ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল উপশাখার উদ্বোধন

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

জমকালো আয়োজনে এনআরবি ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল উপশাখার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ সেপ্টেম্বর ২০২৪ : শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে দোয়া ও মিলাদের পর জমকালো আয়োজনে ফিতা কেটে এনআরবি ব্যাংক পিএলসি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় এনআরবি ব্যাংক পিএলসি’র এ উপশাখাটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন রূপসপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ।

এনআরবি ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল উপশাখার ইনচার্জ অভি নন্দন ধর চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এনআরবি ব্যাংক পিএলসি’র হেড অফ ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কুমার সিনহা।

এনআরবি ব্যাংক পিএলসি’র সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবু জাফরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফরাজী, হেড অফ রিটেইল ব্যাংকিং ডিভিশন ওলি আহাদ চৌধুরী, লাল দিঘীরপার শাখা হেড অফ ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিযুষ কুমার সরকার, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এনআরবি ব্যাংক হেড অফ ব্রাঞ্চের ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাজ্জাদুর রহমান (পিন্টু)।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাহানারা আক্তার, সাধারণ বীমা কর্পোরেশনের উপ ব্যবস্থাপক মধুসূদন নাথ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এবিএম মিজানুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ও দৈনিক দেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরিশেষে ফিতা কেটে ব্যাংকটি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বলেন, “সর্বস্তরের মানুষের কাছে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর’ এনআরবি ব্যাংক পিএলসি পৌছে গেছে আপনার দ্বারপ্রান্তে।

তিনি বলেন, ব্যাংকের কিছু নিয়ম কানুন আছে সব গুলো নিয়ম মেনে একাউন্ট করলে ব্যাংক আপনাকে সহযোগিতা করবে। আজকের ক্ষুদ্র আগামীদিনের বড় সঞ্চয়। আজকের সঞ্চয় আগামী দিনের বড় সাফল্য।
তিনি ব্যংকের কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা এলাকার সব মানুষের সাথে মিশবেন সবার সাথে ভালো আচরণ করবেন।
ব্যাংকিং সেবার বিষয় সবার সাথে আলোচনা করবেন শ্রীমঙ্গলের সবাইকে আমাদের সেবার আওতায় নিয়ে আসবেন। আপনাদের সহযোগিতায় আমাদের ব্যাংকগুলো এগিয়ে যাবে।
শ্রীমঙ্গলসহ সারা বাংলাদেশে রয়েছে এনআরবি ব্যাংক পিএলসির অনেক শাখা প্রশাখা। ব্যাংকটি আপনাদের কষ্টার্জিত আমানত আমাদের ব্যাংকে রাখবেন সকল সেবা নিয়ে এই প্রতিষ্ঠানটি এখন আপনার এলাকায়।