বিশ্ব বসতি দিবস আজ

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

বিশ্ব বসতি দিবস আজ

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৭ অক্টোবর ২০২৪ : বিশ্ব বসতি দিবস আজ। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালন করা হয় বিশ্ব বসতি দিবস।

১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে, তার পরের বছর থেকেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি।

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হয় বিশ্ব বসতি দিবস। এবছরের প্রতিপাদ্য হলো-‘তারুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।

বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আজ সোমবার সকাল ৯টায় রাজউক মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মিজ গোয়েন লুইস উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।

এ সংক্রান্ত আরও সংবাদ