স্মরণ

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

স্মরণ

Manual6 Ad Code

নির্মলেন্দু গুণ |

নাম ভুলে গেছি, দুর্বল মেধা
স্মরণে রেখেছি মুখ;
কাল রজনীতে চিনিব তোমায়
আপাতত স্মৃতিভুক।

ডাকিব না প্রিয়, কেবলি দেখিব
দু’চোখে পরান ভরে;
পূজারী যেমন প্রতিমার মুখে
প্রদীপ তুলিয়া ধরে।

Manual8 Ad Code

তুমি ফিরে যাবে উড়ন্ত রথে
মাটিতে পড়িবে ছায়া,
মন্দির খুঁড়ে দেখিব তোমায়
মন্দ্রিত মহামায়া।

Manual4 Ad Code

ভুলে যাব সব সময়-নিপাতে
স্মরণে জাগিয়ে প্রেম,
আঁধারে তখন জ্বলিবে তোমার
চন্দনে মাখা হেম।

#বাংলাকবিতা

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ