শ্রীমঙ্গলে যায়যায়দিন পত্রিকার পাঠক ফোরামের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

শ্রীমঙ্গলে যায়যায়দিন পত্রিকার পাঠক ফোরামের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার),০৯ অক্টোবর ২০২৪ : এসো “গাছ লাগাই পরিবেশ বাচাই”- এই শ্লোগান নিয়ে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার নিমিত্তে পর্যটন নগরী খ্যাত শ্রীমঙ্গলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

বুধবার (৯ অক্টোবর ২০২৪) বিকেলে শ্রীমঙ্গল শিশু উদ্যানে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো: শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, দৈনিক কালের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মো: সাইফুল ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কাজী কামরুল বাবুল, যুগ্ম সদস্য সচিব জসিম আহমেদ, দুলাল মিয়া, তারেক আহমেদ প্রমুখ।

এ কর্মসূচিতে অংশগ্রহণ সম্পর্কে প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে। তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে। আসুন, এ কর্মসূচিতে অংশ নিই। গাছ লাগাই, গাছ বাঁচাই।”

এ কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো: শফিকুল ইসলাম রুম্মন বলেন, “বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব¡ নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রাণদায়ী বৃক্ষরাজি। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। ” দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর” কবির এ আরতি আজ অরণ্যে রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। এ হচ্ছে মানুষের আত্মঘাতী কর্ম। গাছপালা কিন্তু শুধু মানুষ বা জীব-জন্তুর কাজে লাগে না, এরা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বিশেষ ভূমিকা পালন করে। গাছপালার কারণে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্য বজায় থাকে। গাছপালা যে কোন দেশের আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে। গাছপালা নদী ভাঙ্গন, বৃষ্টিপাত ও পানি-স্ফীতি নিয়ন্ত্রণ করে। তাই গাছ লাগানোর মাধ্যমে আমাদের জীবন রক্ষায় উদ্যোগী হওয়া অত্যন্ত জরুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ