সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ অক্টোবর ২০২৪ : শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেছেন, “শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির এলাকা। এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হাতে প্রতিহত করতে বদ্ধ পরিকর।”
সম্প্রতি বিএনপি নেতা হাজি মজিবুর রহমান চৌধুরী কর্তৃক শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানসহ বিভিন্ন পুজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে ধর্মীয় উষ্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর ২০২৪) দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে পৌরসভার সদ্য সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু এসব কথা জানান।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক সমমনা দল সমর্থিত সরকার এখন দেশে রয়েছে। দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। বিএনপিসহ বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘হাজি মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশনায়ক জনাব তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু- এই সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে করে বর্তমান দূর্গোৎসব চলাকালে সনাতন হিন্দু ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতংক, ভীতি ও অসন্তোষ বিরাজ করছে।
হাজি মুজিবের এহেন হুমকির কারনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন অভিযোগ নিয়ে এসেছেন। আমি একজন বিএনপির কর্মী হিসেবে হাজি মুজিবের এহেন কর্মকান্ডে তীব্র নিন্দা জানাই’।
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। তার হাত ধরে দলটিতে এদেশের সকল ধর্ম বর্ণের মানুষের সমাগম ঘটেছে। আমি হাজি মুজিব কর্তৃক শারদীয় দুর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িত অস্থিরতা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির জায়গা- এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হাতে প্রতিহত করা হবে’।
হাজি মুজিবের এহেন অরাজনৈতিক সুলভ আচরণ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D