সকল যন্ত্রণা সহ্য করতে পারি

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

সকল যন্ত্রণা সহ্য করতে পারি

শান্তা জাহান |

আমার শরীর সকল যন্ত্রনা সহ্য করতে পারে
মনটা পারে না এখনো।

আমার চোখ সব মিথ্যা দেখে নিতে পারে
মনটা পারে না এখনো।

আমার নিশ্বাস পোড়া গন্ধ নিতে পারে
মনটা পারে না এখনো।

সকল তাচ্ছিল্য, প্রত্যাখান পেয়েও আমি শক্ত পায়ে মেরুদন্ড সোজা করে দাড়িয়ে থাকতে পারি
মনটা পারে না এখনো।

এই দমবন্ধ ভাবে আমি প্রতিদিন বেঁচে থাকতে পারি
মিথ্যা কিছু মুহূর্তের স্বাক্ষী হতে পারি
অকৃতজ্ঞদের জন্যে প্রাণ ভরে করতে পারি
আমার মনটা তো আর পারে না।

এত এত স্বার্থের মাঝে আমি খুঁজি আমাকে শক্ত করে কেউ জরিয়ে ধরতো,
মাথায় অনেকক্ষন হাত বুলাতো, আমি কাঁদতাম আমার চোখের দিকে তাকিয়ে থাকতো
আমাকে বুকে নিয়ে ঘুমাতো।

(চলবে)

Ashna Habib Bhabna অসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ