সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
খুনীরা যদি আন্দোলনকারী হয় তাহলে সন্ত্রাসী ও লুটেরা কে? সরকারের নয়া ইনডেমনিটির প্রতিবাদ জানিয়ে রাখলাম-
————————————————————–
১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল হত্যা ও অপরাধের দায়মুক্তি দিয়ে ড. ইউনুস ও ড. নজরুল অত্যন্ত ভয়াবহ এক খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। ৭৫-এ শেখ মুজিব হত্যার পর দ্বিতীয় বার এই ঘটনা ঘটলো। শেখ হাসিনা পালিয়ে যান ৫ আগস্ট, থাকলে তারও হয়তো ছিন্নভিন্ন লাশ দেখতে হতো এবং তারও ইনডেমনিটি হতো। আসিফ নজরুল আইনের শিক্ষক তিনিই এই কাজ করলেন। ধিক্কার তাকে।
৫ আগস্টের পর যা হয়েছে তা প্রতিহিংসা ও খুন দখলের রাজনীতি। এগুলো কারা করেছে তা কারো অজানা নয় পত্রিকা-মিডিয়াতেও সে তথ্য আছে। একটি উদাহরণ দেই, সিরাজগঞ্জের বেলকুচিতে এক নারীসহ ১৩ পুলিশকে থানার ভিতরে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। থানার ভিতরে কিন্তু তাদের হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে নয়। এবং থানার সব অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো কি সেখানকার আন্দোলনকারী স্কুল-কলেজের ছাত্ররা করেছে?
তারচয়ে বড় ঘটনা বেলকুচিতে পুশিল আগেই ঘোষণা দিয়েছিল তারা আন্দোলন দমাতে মাঠে থাকবে না। এবং তারা রাস্তায় নামেনি থানার মধ্যেই ছিলেন। কিন্তু স্থানীয় মসজিদে মাইকিং মিথ্যা গুজর রটানো হয় যে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি ছুড়েছে এবং শতশত ছাত্রকে হত্যা করেছে। এই ভাবে ক্ষেতের মধ্যে গ্রামবাসীকে জড়ো করে থানা আক্রমন করা হয়েছে।
সিরাজগঞ্জে খুন হয়েছে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে উপজেলায় অন্য কোথাও খুনের ঘটনা ঘটেনি। তাহলে?
রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি প্রদীপকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ছিল সাংবাদিক ও উপজেলা সিপিবি ও ক্ষেতমজুর নেতা। তার কি অপরাধ? তাকে কেন খুন করা হলো? তার হত্যার বিচার করা যাবে না কেন??
সারা দেশে কতজন পুলিশকে হত্যা করা হয়েছে? সরকার বলছে ৪৪ জন! কিন্তু বিভিন্ন সূত্রে শুনেছি এ সংখ্যা শতাধিক বা কয়েকশ কিন্তু তার কোন পরিষ্কার তথ্য নেই। আমার এক ছোট ভাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন শতাধিক পুলিশ খুন হয়েছেন। অস্ত্র লুট হয়েছে সেটা নিয়ে টিকটক করা হয়েছে পর্যন্ত। সূত্র বলছে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে! কারা এ অস্ত্র লুট করেছে? স্কুল-কলেজের ছাত্ররা?? অসম্ভব! এরা খুনী, অপরাধী চক্র ও সুযোগসন্ধানী।
নিজেরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে দায়মুক্তি নিচ্ছেন? শুধু বলি মামলা কখনো তামাদি হয়। সব তথ্য একদিন বেড়িয়ে আসবে।
এটা কোন গণযুদ্ধ বা সিভিলওয়ার ছিল না। ছিল ৩৬ দিনের পরিকল্পিত ঝটিকা আন্দোলন। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমাদের কোন মামলা তত্ত্ববধায়ক সরকার বা খালেদা জিয়া ক্ষমতায় বসে প্রত্যহার করেনি। এরশাদ পতনের আমিসহ অনেকে জেল খেটেছেন। তাহলে?
৩২ নাম্বারে আগুন, গণভবন লুট, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ীঘর লুট, হিন্দুদের উপর হামলা হামলা-খুন এগুলো কি আন্দোলন? এরা আন্দোলনকারী তাহলে সন্ত্রাস, অরাজকতা কাকে বলে?? তাহলে এগুলোও কি পূর্বপরিকল্পিত ছিল?
ড. ইউনুস আপনার ক্ষমতায়নকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু আপনি ভুল পথে হাটছেন এবং ভুল কাজ করছেন। আপনার এই সব কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম। একদিন এই কারণে আপনাকে তার জবাব দিতে হবে। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D