সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪
বই প্রকাশনা বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪ : বই প্রকাশের জন্য লেখকের পাণ্ডুলিপি আহ্বান করেছে নোলক প্রকাশনী।
আসছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫
জেনে নিন বই প্রকাশের খুঁটিনাটি।
আপনি যদি আপনার প্রকাশিতব্য বইটির মান ভালো চান, তাহলে হাতে যথেষ্ট সময় রেখে আপনার পাণ্ডুলিপি প্রকাশককে দিন। আপনার প্রিয় প্রকাশকের হাতে অন্তত বইটির সেটআপ, মেকআপ, বানান ও সম্পাদনার কাজটা নির্ভুলভাবে এগিয়ে থাকুক। তাতে লাভ আপনারেই।
মনে রাখবেন ভালো মানের বই পেতে হলে আপনাকে আগে থেকে সব গুছিয়ে রাখতে হবে। দেরি করে দিলে প্রকাশকের কিছুই করণীয় থাকে না।
প্রকাশকের মাধ্যমে যে কাজগুলো গুরুত্বপূর্ণ-
* পাণ্ডুলিপি সংগ্রহ, * কম্পোজ, * আইএসবিএন নাম্বার নেওয়া, * প্রচ্ছদ শিল্পীর কাছ থেকে নান্দনিক প্রচ্ছদ করানো, * প্রুফ রিডিং, * ভালো মানের কাগজ কেনা, * বইয়ের সেটআপ ও মেকআপ, * প্লেট তৈরি, * প্রেসে পাঠানো, * মুদ্রণ, * প্রচ্ছদ ছাপানো, * জেল ছাপা, * অভ্যন্তরীণ কাগজ ছাপা, * কাভার লেমিনেট ও স্পট, * প্রতি ফর্মা ভাজ করা, * সব ফর্মা একসাথে করা, * সেলাই, * গাম লাগানো, * বাধাই, * মেশিনে চাপে রাখা, * শুকানো, * দশটা করে প্যাকিং, * কপিরাইট অফিসে বই প্রদান, * বাজারজাতকরণ, অতঃপর লেখকের হাতে তুলে দেয়া, এতো কিছুর পর একটা মানসম্পন্ন বই হয়।
তাই একজন লেখক হিসেবে আপনিও বই প্রকাশের ব্যাপারে যত্নশীল হোন।
আপনাদের সেবায় নোলক প্রকাশন।
নোলক মানেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ও আস্থা জায়গা।
নন্দিনী খান
নোলক প্রকাশন
nolokprokashonbd@gmail.com
0173 5502463
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D