সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪ : বউদের কিছু কমন ডায়লগ-
১) আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না।
২) আমি বলে তাই এখনো রয়ে গেছি তোমার সাথে। অন্য কেউ হলে কবেই চলে যেতো।
৩) আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছিলো জানো? নেহাত তোমাকে ভালোবাসতাম বলে সব ‘না’ করে দিয়েছিলাম। এখন পস্তাচ্ছি।
৪) পুরুষমানু্ষ ঢের ঢের দেখেছি, তোমার মতো অপদার্থ কাউকে দেখি নি৷
৫) তোমার মতো এত ভুলো লোকের বিয়ে করাই উচিত হয় নি৷ উচিত ছিলো একা একা মেসে থেকে জীবন কাটানো।
৬) জগতের সব কিছু মাথায় থাকে, শুধু বাজার থেকে পাঁচটা জিনিস আনতে দিলে তার তিনটেই মাথায় থাকে না, তাই না?
৭) শোনো, বেশী উড়ো না বুঝলে তো। তোমার ডানা ছাঁটতে আমার দু মিনিটও সময় লাগবে না।
৮) অন্য মহিলাদের প্রতি খুব ইন্টারেষ্ট দেখছি যে তোমার !
৯) আমার বাবা দাদাও পুরুষ মানুষ। কিন্তু তারা কত কর্মঠ আর কত হিসেবী। আর তোমার মতো অপদার্থ লোকই বেছে বেছে জুটলো আমার কপালে।
১০) তোমার হম্বিতম্বি আমার জানা আছে। যত চোটপাট বাড়িতে বউয়ের উপর, বাইরে তো ভিজে বেড়াল।
১১) চললাম আমি বাপের বাড়ি৷ থাকো তুমি তোমার বন্ধুবান্ধব আর ফোন নিয়ে।
১২) এতক্ষন যেখানে ছিলে রাতের খাবারটাও সেখান থেকেই খেয়ে আসতে পারতে৷ কেন, কিছু জুটলো না সেখানে বুঝি?
১৩) শোনো, পরিষ্কার বলছি, বন্ধুবান্ধব নিয়ে এরকম যখন তখন বাড়িতে আসর বসানো চলবে না। আর যদি করতেই হয়, খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে।
১৪) খবরের কাগজ মুখস্ত করা শেষ হলে জানিও, একটু বাজারে গিয়ে আমাকে কৃতার্থ করতে হবে।
১৫) যত পচা ধ্বসা সবজি আর মাছ কি দোকানদাররা তোমাকেই গছায়? আর লোক পায় না?
১৬) যেমন বাবা তেমনি হয়েছে তার ছেলে। তোমাদের এটা বংশের দোষ।
১৭) যত বয়স বাড়ছে তত নোলা বাড়ছে। কিছু হলে কিন্তু আমি ডাক্তার ডাকতে পারবো না বলে দিলাম৷
১৮) থাক থাক তোমার কত মুরোদ আমার জানা আছে।🤔
১৯) আমি ছিলাম বলে এ যাত্রায় বেঁচে গেলে, না হলে কি যে হোতো 🤔
#
সংগৃহীত
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D