সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪
বিশেষ প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ অক্টোবর ২০২৪ : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরকারের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক BREB-PBS একীভূতকরণ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক / অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এজিএম অ্যাডমিন ক্লিংটন তালুকদার, এজিএম ইলেকট্রিশিয়ান সাকিব হোসেন সহ মৌলভীবাজার জেলার পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা অপকর্ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। পল্লী বিদ্যুতের সেবা জনগণের কাছে নিরবিচ্ছিন্নভাবে প্রদানে তাদের দাবি-দাওয়া বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন তারা।
এ সময় দুই দফা দাবি ও নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে হয়রানি করা ও পল্লী বিদুৎ খাতে অস্থিরতা, পল্লী বিদ্যুৎ সংস্কার ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করায় বিআরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানানো হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিসমূহের ও বিআরইবি কর্তৃক কর্মকর্তাদের ওপর বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধ না করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিআরইবি ঘেরাও, ঢাকা লংমার্চ করে তাদের অধিকার আদায় করবেন বলে জানান তারা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D