সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪ : অন্তর্বর্তী সরকারের ৪ নভেম্বর সংবিধান ও ঐতিহাসিক ৭ মার্চের জাতীয় দিবস বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব দিবস অস্বীকার মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে জানিয়েছে দলটি।
সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করা হচ্ছে। উপদেষ্টাদের অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে সিপিবির নেতারা অন্তর্বর্তী সরকারকে নিজেদের কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
বিচার বিভাগসহ সবক্ষেত্রে গ্রহণযোগ্য নীতিমালা করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, কোনো ‘মব’(বিশৃঙ্খল জনতা)–এর কাছে আত্মসমর্পণ করে নেওয়া যেকোনো সিদ্ধান্তই অগ্রহণযোগ্য।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D