সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
বিশেষ সংবাদদাতা, আকবর পুর (মৌলভীবাজার), ১৯ অক্টোবর ২০২৪ : মৌলভীবাজারে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন শীর্ষক গবেষণা-সম্প্রসারণ-কৃষক সন্নিবদ্ধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর ২০২৪) মৌলভীবাজারের আকবরপুরস্থ বিএআরআই’র আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র-এর প্রশিক্ষণ ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বিএআরআই’র মৌলভীবাজার আরএআরএস-এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হায়দার হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই’র গাজীপুর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র-এর পরিচালক ড. এফ এম আবদুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।
স্বাগত বক্তব্য দেন বারি পিএসও ড. মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথি ড. এফ এম আবদুর রউফ বলেন, সিলেট অঞ্চলে উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা -সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে ফসল উৎপাদনের সমস্যা চিহ্নিতকরণ ও যুগোপযোগী বৈরী আবহাওয়া প্রতিরোধী হাইব্রিড জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কৃষি গবেষণা ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি কৃষির উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সিলেট অঞ্চল তথা দেশের কৃষি উন্নয়ন ও গবেষণা কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।
বিএআরআই’র আকবরপুর (মৌলভীবাজার)-এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফয়সাল ইবনে সিরাজের সঞ্চলনায় কারিগরি অধিবেশনে সিলেট অঞ্চলে ফল ও সবজি গবেষণার অগ্রগতি ও ভবিষ্যত সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফল বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমান ও বিএআরআই উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম কামরুজ্জামান।
উক্ত কর্মশালার সমাপনী অধিবেশনে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সিলেট অঞ্চলের বিএআরআই, ডিএই, এসআরডিআই, হর্টিকালচার সেন্টার, বিনা, ব্রি, বিএসআরআই, বিএডিসি, চা, বন ও ইক্ষু গবেষণা, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং কৃষি বিশ্ববিদ্যায়ের প্রভাষক, এনজিও এবং কৃষক প্রতিনিধিগণ বক্তব্য দেন।
উক্ত কর্মশালায় সিলেট অঞ্চলের বিএআরআই, ডিএই, এসআরডিআই, হর্টিকালচার সেন্টার, বিনা, ব্রি, বিএসআরআই, বিএডিসি, চা, বন ও ইক্ষু গবেষণা, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং কৃষি বিশ্ববিদ্যায়ের প্রভাষক, এনজিও এবং কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D