ফসিল

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

ফসিল

রিপা মাহমুদা |

অন্য প্রাণির মতো হতো যদি মানুষেরা।
তাদের জীবনযাপন,
যা কিছু আচরণ, যা কিছু ক্রিয়াপ্রতিক্রিয়া
সবই সরাসরি, খোলামেলা, নিয়মসিদ্ধ।

ছলচাতুরী, ছলাকলা নেই,
দুর্ব্যবহার করা নেই, ঠকানো নেই,
নেই কারও প্রতি অমানবিক রূঢ় আচরণ অযাচিত অকারণ।

মানুষকে দেখি,
এরা নিজের ছাড়া দ্বিতীয় কারও ভালো চায় না।
যারা চায় তাদেরকে মানুষ বলা যায় না, তারা বিশেষ।

নিজেকে দেখি,
মানুষের ফসিল, রক্তমাংসহীন ভঙ্গুর এক অবশেষ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ