কৃষিপণ্য পরিবহনের জন্য খুলনা-ঢাকা রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

কৃষিপণ্য পরিবহনের জন্য খুলনা-ঢাকা রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক | খুলনা, ২২ অক্টোবর ২০২৪ : পরিবহন খরচ কমানোর পাশাপাশি সড়ক পথে চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল খুলনা-ঢাকা রুটে একটি ‘বিশেষ কৃষি-পণ্য ট্রেন’ চালু করেছে।

Manual2 Ad Code

রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪) সকালে ট্রেনটির কার্যক্রম উদ্বোধন করেন।

ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০:১৫টায় ছেড়ে গিয়ে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং ঈশ্বরদীসহ ১৫টি স্টেশনে বিরতি দিয়ে রাত ১০:৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

Manual5 Ad Code

ট্রেনটির কার্যক্রম উদ্বোধনকালে সুজিত কুমার বিশ্বাস বলেন, কৃষিপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে সরকার সপ্তাহে তিনদিন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে রাজধানী পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, কৃষক ও ব্যবসায়ীরা কম খরচে ও কম সময়ে রিফ্রিজিং বগির মাধ্যমে নিরাপদে কৃষিপণ্য পরিবহন করতে পারবে। সাতটি লাগেজ ভ্যান নিয়ে গঠিত এই ট্রেনটির ১২০ টন কৃষিপণ্য বহনের সুবিধা থাকবে।

কৃষিপণ্য ছাড়াও বিশেষ ট্রেনে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে জানিয়ে তিনি বলেন, খুলনা থেকে বিশেষ ট্রেনে ঢাকায় এক কেজি পণ্য পরিবহন করতে ব্যবসায়ীদের মাত্র ১ টাকা ৪৭ পয়সা খরচ হবে।
ট্রেনটি মঙ্গলবার খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন, বৃহস্পতিবার পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন এবং শনিবার রহনপুর স্টেশন থেকে কৃষি ও অন্যান্য পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code