চিটাগাং ওমেন চেম্বারের নির্বাচন আগামী ৪ জানুয়ারি

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

চিটাগাং ওমেন চেম্বারের নির্বাচন আগামী ৪ জানুয়ারি

বিশেষ প্রতিবেদক | চট্টগ্রাম, ২২ অক্টোবর ২০২৪ : চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী বছরের ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪) বিকেল ৩টায় সিডব্লিউসিসিআই কার্যালয়ে পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর প্রধান নির্বাচন কমিশনার, চট্টগ্রাম গবেষণাগারের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) নাসিম ফারহানা শিরীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিলে বলা হয়, সদস্য ভোটারদের বকেয়া পরিশোধের শেষ তারিখ আগামী ৩ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর, ভোটার আপত্তির শেষ তারিখ ৭ নভেম্বর, ভোটার আপত্তির শুনানি ও নিষ্পত্তি ১০ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রয় শুরু ১৩ নভেম্বর, জমাদানের শেষ তারিখ ২০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ ২৬ নভেম্বর, বাতিল মনোনয়ন পত্রের বিপরীতে আবেদন ২৮ নভেম্বর, আবেদনের শুনানি ও নিষ্পত্তি ৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, প্রার্থী পরিচিতি সভা ১৮ ডিসেম্বর, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ ৪ জানুয়ারি, প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র ক্রয় ও জমা প্রদান ৫ জানুয়ারি এবং প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন ও চূড়ান্ত ফলাফল ঘোষণা ৬ জানুয়ারি।

নির্বাচনী তফসিল ঘোষণা করার সময় সিডব্লিউসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট দিল আফরোজ, সহকারী নির্বাচন কমিশনার ও আপিল বোর্ডের সদস্যবৃন্দ, সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, পরিচালকমণ্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ