সিলেট ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ অক্টোবর ২০২৪ : সমতার চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণের নিরন্তর সহযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত আরপি নিউজের একযুগ পূর্তি উদযাপিত হচ্ছে আজ।
“এলাকায় এলাকায় মজবুত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে। যদি রাজনৈতিক সংগঠনকে শিক্ষিত করার ব্যবস্থা না থাকে, তাহলে এটা একটা কথার কথা থেকে যাবে। সংবাদপত্র ছাড়া এ শিক্ষার ব্যবস্থা কে করবে।”- মহান দার্শনিক ও রুশ বিপ্লবের মহানায়ক কমরেড ভি আই লেনিনের উক্তিকে প্রতিপাদ্য করে এ উপলক্ষে অদ্য শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) রাত ৮ ঘটিকায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে ‘জনপ্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ও গবেষণামূলক বর্ষপূর্তির প্রিন্ট সংস্করণ বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে বিজয়ের মাস ডিসেম্বরে। পরামর্শ, লেখা ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা কামনা করা হয়েছে পত্রিকাটির পক্ষ থেকে। এছাড়াও ভার্চুয়ালী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সকল অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D