শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরীর মতবিনিময়

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ অক্টোবর ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেষ্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

Manual3 Ad Code

শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি মো: নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো: তাজু উদ্দিন তাজু, কমলগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মো: দুরুদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো: মোচ্ছাবির আলী মুন্না প্রমুখ।

Manual1 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, গত ১৬ বছর যাবৎ আওয়ালীগ ও এমপি আব্দুস শহীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। আমার ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে। আমাকে বাড়ীতে এসে ঈদ করতে দেওয়া হয়নি। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
আমার ব্যক্তিগত তহবিল থেকে পরিচালিত স্কুল কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে হয়রানি অপদস্ত করাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃস্টি করেছে। দলীয় কোন কর্মসূচিতে অংশ নিতে পারিনি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, এখন আওয়ামী সরকারের বিদায় হওয়ায় সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগ করতে পারছি। তাই আগামীতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ