সিলেট ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ অক্টোবর ২০২৪ : বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর ইশকুল কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হচ্ছে আবৃত্তি প্রশিক্ষণ কোর্স-এর একাদশ আবর্তন।
আবৃত্তি প্রশিক্ষণের বিভিন্ন ক্লাসে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পীবৃন্দ। সফলভাবে প্রশিক্ষণ আবর্তন সম্পন্নকারীরা জানতে পারবেন বাংলা কবিতার ছন্দ, ভাব, রস; উচ্চারণ শৈলী, স্বর চর্চা ও স্বর প্রক্ষেপন, আবৃত্তি নির্মান, আবৃত্তি উপস্থাপন সম্পর্কে; এবং শিখতে পারবেন আবৃত্তি সংঘের একাদশ আবর্তনের সিলেবাস থেকে কমপক্ষে ১০টি কবিতার আবৃত্তি।
ক্লাস হবে সপ্তাহে ১ দিন, প্রতি শনিবার, বিকাল ৫:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা।
কোর্সের মেয়াদ ৬ মাস; আনুমানিক ২৫টি ক্লাস। কোর্স ফি ১,৫০০ টাকা। আসন সংখ্যা সীমিত।
২৮ অক্টোবর ২০২৪ তারিখ থেকে আবেদনপত্র সংগ্রহ করে ভর্তি হতে পারবেন। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কক্ষ থেকে আবেদন পত্র সংগ্রহ করে সরাসরি ভর্তি হতে পারবেন। আবেদন পত্র পূরণ করে জমা দিতে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D