সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ নভেম্বর ২০২৪ : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ও শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর ২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মসক নিধন কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, চেক ও সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, আতিকুর রহমান জরিফ, এম এ কাইয়ুম, জনবন্ধু যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমান এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে সরকার যুব সমাজকে সম্পৃক্ত করছে ব্যাপকভাবে। এই সুযোগ গ্রহণ করে বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিবন্ধিত সংগঠনের নিবন্ধন সনদ হস্তান্তর সহ প্রশিক্ষিত যুব ও যুবা’র মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে সৎ, যোগ্য, উন্নত ও বৈষম্যহীন জাতি গঠনের লক্ষ্যে সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনের কর্মীরা শহরে পরিচ্ছন্নতা কর্মসূচীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D