সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ নভেম্বর ২০২৪ : সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপ আয়োজনের উদ্যোগ নিচ্ছে রোড সেফটি ফাউন্ডেশন।
এই সংলাপের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নাম এবং ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২ নভেম্বর-২০২৪) বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকায় রোড সেফটি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও কাঠামোগত ত্রুটির কারণে দেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে না। গোটা গণপরিবহন খাত চাঁদাবাজি ও দুর্নীতির নৈরাজ্যে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। জবাবদিহিতার অভাবে সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি হচ্ছে না। এই প্রেক্ষাপটে BRTA, DTCA এবং BRTC-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ সংস্কারের জন্য রোড সেফটি ফাউন্ডেশন একটি জাতীয় সংলাপের আয়োজন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় সংলাপের ঘোষণাপত্র পাঠ করবেন:
অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ
সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যান, রোড সেফটি ফাউন্ডেশন।
আলোচনা করবেন:
মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, লিগ্যাল ইকোনোমিস্ট
ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ
ভাইস চেয়ারম্যান, রোড সেফটি ফাউন্ডেশন।
সৈয়দ জাহাঙ্গীর, গণপরিবহন বিশেষজ্ঞ
ভাইস চেয়ারম্যান, রোড সেফটি ফাউন্ডেশন।
আব্দুল হক, গণপরিবহন বিশেষজ্ঞ
ব্যবস্থাপনা পরিচালক, হকস-বে অটোমোবাইলস।
ফেরদৌস খান, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ
ভাইস চেয়ারম্যান, রোড সেফটি ফাউন্ডেশন।
অধ্যাপক হাসিনা বেগম
ভাইস চেয়ারম্যান, রোড সেফটি ফাউন্ডেশন।
ড. শাহনেওয়াজ রাব্বি
সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট।
ড. জাহিদুল ইসলাম
জয়েন্ট সেক্রেটারী, রোড সেফটি ফাউন্ডেশন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D