আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক ছবর উদ্দিনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক ছবর উদ্দিনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ নভেম্বর ২০২৪ : আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মিছিরা খাতুন একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছবর উদ্দিনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে নন্দিত সিলেট, গুহ রোড এসোসিয়েশন, কিশোর যুব সংস্থা ও বনফুল থিয়েটার।

মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) রাত সাড়ে ৭টায়
শ্রীমঙ্গল শহরের গুহরোডস্থ কম্পিউটার সায়েন্স ইন্সটিটিউট প্রাঙ্গনে সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দীন বীর প্রতীক, প্রশিক্ষক ও বিশিষ্ট সমাজকর্মী মুরাদ আহমেদ, সাপ্তাহিক জয়বার্তা পত্রিকার সম্পাদক বঙ্গকবি লুৎফর রহমান, প্রশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুল, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিকুর রহমান রুম্মন, গণমাধ্যম কর্মী রূপক দত্ত চৌধুরী, কবি মামুনুর রহমান কয়েস, সময় নিউজ ডট কম-এর সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন, নাট্যকর্মী মিথুন সেন, সেলিম আহমেদ, মো : তারেক আহমেদ, এম এ জামান, কাউচার আহমেদ, মিস এনি বেগম ও রাহেল আহমেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “শিক্ষা কোন সুযোগ নয়, শিক্ষা প্রত্যেকটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। আর এ অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। অথচ শিক্ষাক্ষেত্রে বৈষম্য রয়েই গেছে। আজও কিছু মানুষের কাছে শিক্ষা যেন দুরাশা। এ রকম পরিস্থিতিতে এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছবর উদ্দিন আহমদ। মহতি এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাই। মানুষের জীবনে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সামাজিক, সাংস্কৃতিক সকল প্রকার অগ্রগতির ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। ব্যক্তির সুষ্ঠু জীবন যাপন সামাজিক উন্নয়ন এবং সভ্যতার অগ্রগতির জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষা অতীতের সংস্কৃতিকে বহন করে, বর্তমান সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় এবং ভবিষ্যতের প্রগতিকে ত্বরান্বিত করে। শিক্ষা এক ধরনের গতিশীল কাজ। স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠবার সুপ্ত প্রতিভা প্রত্যেকটা শিশুরই আছে। সকল শিশুর এ অধিকার নিশ্চিত করার নিমিত্তে কাজ করতে হবে। ঠিক এ কাজটিই করে চলেছেন আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মিছিরা খাতুন একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছবর উদ্দিন সাহেব। এজন্য তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দীন বীর প্রতীক বলেন, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। তাই সমাজে এসব গুণী ব্যক্তিদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের কর্তব্য।

সংবর্ধনার জবাবে আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মিছিরা খাতুন একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছবর উদ্দিন সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে কাজ করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে বলেন, আমার সন্তানতুল্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুলের নেতৃত্বে নন্দিত সিলেট, গুহ রোড এসোসিয়েশন, কিশোর যুব সংস্থা ও বনফুল থিয়েটার কর্তৃক প্রদত্ত সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান নিশ্চয়ই আমার জন্য অনুপ্রেরণা ও গৌরবের বিষয়; তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

 

সমাজসেবী আলহাজ্ব ছবর উদ্দিনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান

 

এ সংক্রান্ত আরও সংবাদ