শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে মওলানা ভাষানীর আদর্শ অনুসরণ করতে হবে: জাতীয় কৃষক সমিতি

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে মওলানা ভাষানীর আদর্শ অনুসরণ করতে হবে: জাতীয় কৃষক সমিতি

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪ : “অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত এই অমোঘ বানী মজলুম জননেতা মওলানা ভাষানী তার জীবদ্দশায় প্রয়োগ করে গরীব কৃষক মজলুম মানুষদের পক্ষে দাড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বৃটিশ ভারতে আসামে লাইন প্রথার বিরুদ্ধে লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের সংগ্রামে মওলানা ভাষানী ছিলেন অবিসংবাদিত নেতা। কৃষক মুক্তির প্রশ্নে সাম্রাজ্যবাদ সামান্তবাদ ধর্মান্ধতাবাদের বিরুদ্ধে ভাষানী ছিলেন আপোষহীন। শোষণ বৈষম্য দূর করতে সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ হিসেবে তিনি সমাজ বদলের সংগ্রামের নেতা ছিলেন। এদেশের বাম কমিউনিস্টদের নিয়ে শোষণমুক্তির লড়াই করেছেন। আজীবন লুটেরা পুঁজিবাদ বিরোধী সংগ্রাম, নয়াউদারতা বিরোধী তথা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে মওলানা ভাষানী নিদেশিত আদর্শকেই অনুসরণ করতে হবে।”

জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে মজলুম জননেতা মওলানা ভাষানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আজ রবিবার (১৭ নভেম্বর ২০২৪) বিকাল ৩টায় জাতীয় কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম গোলাপ সভাপতিত্বে ৩১/এফ তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, কৃষকনেতা নুর আহমদ বকুল ও শরীফ শমসির প্রমুখ।

সভাটি পরিচালনা করেন ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।

সন্তোষে মওলানা ভাষানীর মাজারে পুষ্পমাল্য অর্পণ
জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ রবিবার (১৭ নভেম্বর ২০২৪) মওলানা ভাষানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা গোলাম নওজব পাওয়ার চৌধুরী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাদাকাত হোসেন বাবুল খানের নেতৃত্বে মওলানা ভাষানীর মাজারে কেন্দ্রীয় প্রতিনিধি দল পুষ্পমাল্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ