সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ নভেম্বর ২০২৪ : ‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বহুল প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলা পরিষদের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।
উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সরকারি ও বেসরকারি পরিষেবার সকল তথ্য জনগণকে জানানো বাধ্যতামূলক। এজন্য তথ্য অধিকার আইন-২০০৯ প্রণীত হয়েছে। এই তথ্যের অবাধ প্রবাহ সহজলভ্য করে জনগণের সেবাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নিমিত্তে এই মেলার আয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে এবং সনাক সদস্য কাজী আসমা বেগমের সঞ্চালনায় এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, টিআইবি’র এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, ও তথ্য মেলা আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ ছায়েদ আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী। মেলায় স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।
তথ্য মেলায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি পত্রিকার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন জোবায়ের ও গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা।
দুইদিনব্যাপী এ তথ্যমেলায় সরকারি-বেসরকারি সেবাদানকারী ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।এছাড়াও মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ তথ্যমেলা উপলক্ষে র্যালি, আলোচনা সভা, তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, গণ শুনানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপন করা হয়। শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী ও ইয়েস গ্রুপের সহ দলনেতা সৈয়দ আরমান জামী, টিআইবি’র ইন্টার্নি এ কিউ এম নাঈমার রহমান সহ সনাক সদস্য এবং ইয়েস গ্রুপের ভলান্টিয়াররা সার্বক্ষণিক তদারকি করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য মাহমুদুল ইসলাম সোহেল, সনাক সদস্য রিনা মজুমদার ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য এডভোকেট আলাউদ্দিন, সনাক সদস্য রিতা দত্ত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. এস এ মোতাকাব্বির মাসুদ।
আগামীকাল তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, গণ শুনানি, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার সমাপ্তি হবে বলে আয়োজকরা জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D