অপহৃত মার্কিন সাংবাদিক অসটিন টাইস বেঁচে আছেন

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

অপহৃত মার্কিন সাংবাদিক অসটিন টাইস বেঁচে আছেন

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | দামেস্ক (সিরিয়া), ০৭ ডিসেম্বর ২০২৪ : ২০১২ সালে সিরিয়াতে অপহৃত আমেরিকান সাংবাদিক অসটিন টাইসের মা সাংবাদিকদের বলেছেন যে তার ছেলে বেঁচে আছে এবং ভাল আছে।

Manual5 Ad Code

তবে অসটিন টাইসের মা ডেবরা টাইস ওয়াসিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

Manual4 Ad Code

ফ্রীল্যান্স ফটো সাংবাদিক অসটিন টাইস ২০১২ সালের ১৪ আগস্ট দামেস্কের পার্শ্ববর্তী দেরায়ার একটি চেক পয়েন্ট থেকে অপহৃত হন। অপহরনের পর থেকে অসটিন বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কেবল সেপ্টেম্বর মাসে চোখ-মুখ বাধা অবস্থায় এক ভিডিওতে দেখা যায়। যখন তার বয়স ছিল ৩১।

অবশ্য অপহরনকারীদের সম্পর্কেও তেমন কিছু জানা যায় না। অসটিন টাইস ফরাসি বার্তা সংস্থা এএফপি, ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজের পক্ষে সে সময় কাজ করছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে টাইসকে আটকে রাখার জন্য সিরিয়াকে অভিযুক্ত করে এবং দ্রুত তার মুক্তির বিষয়ে দেশটিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। যদিও সিরিয়া তা অস্বীকার করে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প টাইসের বিষয়ে জানতে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে এক বার্তা পাঠিয়েছিলেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ