টেকনাফে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিককে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

টেকনাফে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিককে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪ : বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি, কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার পশ্চিমের পাহাড়ে অপহরণের এ ঘটনা ঘটে। টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার গণামাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” এর পক্ষ থেকে আমরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বনবিভাগের অধীনে ১৯ জন শ্রমিক সকালে পাহাড়ে কাজ করতে যান। এ সময় তাদের সশস্ত্র কিছু লোক ধরে নিয়ে যায়। অপহৃতরা হলেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

এটা খুবই দু:খজনক ও উদ্বেগের বিষয় যে, ঘটনার পর প্রায় ১ দিন অতিক্রান্ত হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করতে পারেনি। বনবিভাগ যে ১৯ জন শ্রমিককে কাজ করতে পাঠিয়েছিলেন তাদের দুইজনের নাম জানা যায়নি। এমনকি এটাও নিশ্চিত হওয়া যায়নি যে, অপহৃত শ্রমিকরা স্থানীয় না-কি রোহিঙ্গা।

আমরা দেখেছি, এ বছরের ৩১ মার্চ তারিখে কক্সবাজারের উখিয়ায় বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পারট্রাকচাপায় হত্যার ঘটনায় এখনো পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এর আগে ২০২০ সালে মহেশখালীতে নিহত সহকারি রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিনের হত্যার বিচারও আমরা এখন পর্যন্ত দেখিনি।

কক্সবাজারে বন-পাহাড় রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিগণ বারবার হত্যা, অপহরণ, হামলা, হুমকিসহ নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করছেন যা রাষ্ট্রের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে মারাত্মক অন্তরায়। ঘটনাগুলোর সাথে জড়িতদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা কঠিন হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি।

ধরা-এর পক্ষ থেকে আমরা অপহৃত শ্রমিকদের উদ্ধারে তড়িৎ পদক্ষেপ গ্রহণের দাবি জানাই। পাশাপাশি অতীতে বন-পাহাড় রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের হত্যারও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাই।

 

এ সংক্রান্ত আরও সংবাদ