আব্দুস শহীদসহ শ্রীমঙ্গল আওয়ামী লীগের ৩৭ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

আব্দুস শহীদসহ শ্রীমঙ্গল আওয়ামী লীগের ৩৭ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ : সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালতের বিচারক মিছবাহুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলাটি করেন শ্রীমঙ্গল শহরতলির সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও এলাকার বাসিন্দা ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দীন।

মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এবং তার দুই ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল ও কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলসহ অন্য আসামীরা হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ক্যাশিয়ার বিকাশ চন্দ্র দেবনাথ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, শ্রমিক লীগ নেতা মো. শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ আক্তার, মো. জাফর মিয়া, আব্দুল মোছাব্বির লোকমান, মো. পারভেজ মিয়া, মো. নুরুল ইসলাম, মো. জালাল মিয়া, ভুন্ডল চাষা, হাফিজুর রহমান, মুহিবুর রহমান, আবেদ হোসেন, মসুদুর রহমান মসুদ, আবু জামান চৌধুরী রিপন, রাজু দেব রিটন, আকাশ দেব জুয়েল, দুলাল মিয়া, মো. শিপন মিয়া, মো. রাজন মিয়া, বদরুল আলম শিপলু, মো. আব্দুর রশিদ, মো. তারেক আজাদ, মো. সানুর মিয়া, মো. হামিদ মিয়া, মিতালী দত্ত, প্রাণেশ গোয়ালা, উজ্জ্বল দাস, সাজিদ মিয়া, জয়রাম কর্মকার, মো. মোস্তফা, মহেন্দ্র কর। এ ছাড়াও ৫০/৬০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ জেলার মিরপুর নামক স্থানে অভ্যর্থনা জানিয়ে ফেরার পথে চৌমুহনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার দুই ভাইয়ের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীসহ বিএনপির লোকজনকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন।

মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মিছবাহুর রহমান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা আইন কর্মকর্তা (জিপি) মো. মামুনুর রশীদ।

এ সংক্রান্ত আরও সংবাদ