১৭ বছর পর দেশে ফিরলেন সরফু, শ্রীমঙ্গলে উষ্ণ সংবর্ধনা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

১৭ বছর পর দেশে ফিরলেন সরফু, শ্রীমঙ্গলে উষ্ণ সংবর্ধনা

মো. আফজল হোসেইন | বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ ফেব্রুয়ারি ২০২৫ : যুক্তরাজ্য বিএনপির প্রাক্তন ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু দীর্ঘ ১৭ বছর পর অবশেষে নিজের শহর শ্রীমঙ্গলে ফিরে এসেছেন। প্রবাসে থাকার সময় তিনি দেশের জন্য, বিশেষ করে নিজের এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছেন। তাই তার আগমনে শ্রীমঙ্গলের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সরফরাজ আহমেদ সরফুর দেশে ফেরা উপলক্ষে শ্রীমঙ্গল রেল স্টেশনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা ও পৌর ছাত্রদল এই সংবর্ধনার আয়োজন করে। বিকেলে সরফু যখন শ্রীমঙ্গল শহরে এসে পৌঁছান, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। শহরের প্রবেশমুখে তাকে স্বাগত জানানোর জন্য শতাধিক মানুষ অপেক্ষা করছিল। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ডে লেখা ছিল সরফুকে স্বাগত জানানোর বার্তা। সরফু গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই চারদিক থেকে সরফু ভাই সরফু ভাই বলে চিৎকার ভেসে আসে। মানুষ তাকে ঘিরে ধরে ফুল আর মালা দিয়ে বরণ করে নেয়। অনেকে তার হাতে হাত মেলান, কেউবা জড়িয়ে ধরেন। সবার চোখেই ছিল আনন্দের অশ্রু।

মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরফু বলেন, আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। বিদেশে থাকলেও সবসময় আমার মন পড়ে ছিল আপনাদের কাছে। আমি আপনাদের জন্য আরও অনেক কাজ করতে চাই।
প্রবাসে দেশের জন্য রাজনীতি করার কথা উল্লেখ করে সরফু আরও বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অনুকূলে ছিল না, তখন প্রবাসে দেশের হয়ে রাজনীতি করেছি। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের অপকর্মগুলো তুলে ধরেছি। শ্রীমঙ্গলের মানুষও সরফুর প্রতি তাদের ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ বলেন, সরফু ভাই আমাদের গর্ব। তিনি যা করেছেন, তা আমরা কখনও ভুলব না। সরফুর এই স্বদেশ প্রত্যাবর্তন শ্রীমঙ্গলের মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সবাই এখন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য প্রস্তুত। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ