যারা বই পড়ে তারাই পৃথিবী পরিবর্তন করে: আবদুল্লাহ আবু সায়ীদ

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

যারা বই পড়ে তারাই পৃথিবী পরিবর্তন করে: আবদুল্লাহ আবু সায়ীদ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ : লেখক, অধ্যাপক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, “বই একেবারেই একটি চিন্তানির্ভর মাধ্যম। এজন্য সবাই বই পড়তে পারে না। তবে যারা বই পড়ে তাদের সংখ্যা যত কমই হোক পৃথিবী তারাই পরিবর্তন করে। ধনসম্পদ থাকলেই কেউ মেধাবী হয় না। মানুষের মেধা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটি প্রকৃতি থেকে আসে। আর প্রকৃতি থেকে আসে বলেই মেধা অফুরন্ত।”

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আলোর ইশকুল কর্মসূচির নতুন আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পৃথিবীতে এ যাবত ১৮টি সভ্যতা এসেছে। তার মধ্যে গ্রীক সভ্যতা সর্বশ্রেষ্ঠ। দেড়শ বছর ধরে ছয় প্রজন্মে মাত্র সাড়ে চার লাখ লোক গ্রীক সভ্যতা তৈরি করেছে। আমাদের আছে আঠারো কোটি মানুষ। সেই আঠারো কোটি মানুষের মধ্য থেকে আমাদের আজ নেতা দরকার, লিডার দরকার। তোমাদের মধ্য থেকে আমরা সেই মানুষটাকেই চাই। আমাদের চাওয়াটা থাকল, তোমাদের এখন দেয়ার পালা।

অনুষ্ঠানে নতুন আবর্তনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তৃতা করেন পুরাতন আবর্তনের শিক্ষার্থী অদ্রিকা এষণা পূর্বাশা, আসলাম আহসান ও পাইক মোহাম্মদ নুরুল ইসলাম।

Manual5 Ad Code

আলোর ইশকুলের শিক্ষকমন্ডলীর মধ্যে বক্তৃতা করেন সৈয়দ গোলাম ফারুক, খায়রুল আলম সবুজ, খন্দকার স্বনন শাহরিয়ার এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

মানবজ্ঞানের বিভিন্ন শাখার আনন্দময় চর্চা ও উৎকর্ষের ভেতর দিয়ে উদার ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতি বছর আলোর ইশকুল কর্মসূচির আয়োজন করে থাকে। আঠারো উর্ধ্ব যে কোন জ্ঞানপিপাসু মানুষ আলোর ইশকুলের সদস্য হতে পারে।

Manual2 Ad Code

বিশ্বের সংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাষ্কর্য, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, শিক্ষা, বিশ্ববিদ্যার গুরুত্বপূর্ণ প্রায় সব শাখার ৪০টি উৎকর্ষ চক্রে অংশ নিয়ে মেধাবী অংশগ্রহণকারীরা উঁচু মানের যোগ্যতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code