সাইকেলস সেইভ দি সিটি শীর্ষক আলোচনাসভা কাল

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

সাইকেলস সেইভ দি সিটি শীর্ষক আলোচনাসভা কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ : সাইকেলস সেইভ দি সিটি শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হচ্ছে কাল।

ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট একটি বেসরকারি, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। সংস্থা দুটি জনস্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ দিন যাবত বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলেছে। ব্যক্তিগত গাড়ীর ব্যবহারকে নিরুৎসাহিত করা, কার্বন নিঃসরন রোধ, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল ব্যবহারকে উদ্ভুদ্ধ করতে “সাইকেলস সেইভ দি সিটি” শীর্ষক এ সভার আয়োজন করে।

প্রোগ্রাম নাম: “সাইকেলস সেইভ দি সিটি” শীর্ষক আলোচনা সভা ও বাইসাইকেল বিষয়ক গান লঞ্চ

তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ০৩:৩০ মিনিটে

ভেন্যু: কৈবর্ত সভাকক্ষ, ডাব্লিউবিবি ট্রাস্ট, ১৪/৩/এ, জাফরাবাদ, রায়ের বাজার, ঢাকা ১২০৭

এ সংক্রান্ত আরও সংবাদ