জিরো ইনভেস্ট কৃষি প্রজেক্ট: নিজের বাগান থেকে বছরব্যাপী নিরাপদ খাদ্য

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

জিরো ইনভেস্ট কৃষি প্রজেক্ট: নিজের বাগান থেকে বছরব্যাপী নিরাপদ খাদ্য

Manual1 Ad Code

কৃষি বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ০৬ এপ্রিল ২০২৫ : এরকম হলে কেমন হয় আপনার নিজস্ব একখণ্ড জমিতে বছরব্যাপী ফল ফসল ও খাদ্যশস্য উৎপাদন এবং গবাদি পশু পালন করা হবে এবং সেগুলো আপনার বাসায় প্রয়োজন মতো পাঠিয়ে দেওয়া হবে?

শহরে এই যান্ত্রিক জীবনে এটি কেবলমাত্র একটি স্বপ্নই। কিন্ত আমরা আমাদের গত চার পাঁচ বছরের অভিজ্ঞতায়, সমন্বিত একটি কৃষি উদ্যোগ নিতে চলেছি, যা একই সাথে টেকসই, লাভজনক এবং আপনার পরিবারের জন্য নিরাপদ খাদ্যের উৎস হবে, ইনশাআল্লাহ।

কিভাবে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে আমরা আপনার জন্য লাভজনক একটি নিরাপদ খাদ্যের উৎস নিয়ে কাজ করছি তা বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজে করুন অথবা আপনার সাথে যোগাযোগের তথ্য দিন অথবা হোয়াটস এপ করুন
+8801824-780784

আমরা আমাদের এই প্রজেক্টকে বলছি – নিরাপদ খাদ্যের জন্য লাভজনক জিরো ইনভেস্ট সাস্টেইনএবল ফার্মিং ( Zero invest sustaible and profitable farming for safe foods )

Manual4 Ad Code

✅  মাত্র ২৫০০০ টাকায় এক শতক মালিকানা, এটা হবে আপনার পার্মানেট এসেট, এটা ঠিক বিনিয়োগ না।
✅  উৎপাদিত ফসলের অর্ধেক মালিকানা আপনার, আপনি ফসল গুলো বাসায় কুরিয়ারে নিতে পারবেন
✅ বাগান তৈরির খরচ ফেরত দেয়া হবে, এবং তারপর আমরা প্রফিট শেয়ারে যাব, এর আগে না। এটা হবে একটা নিরাপদ বিনিয়োগ।

Manual4 Ad Code

✅ মোট জমির ৮০ ভাগ অমরা লং টার্ম ক্রপ যেমন ফলমূল (প্রাথমিক ভাবে বিভিন্ন জাতের আম ) এবং বাকি ২০ ভাগ জমিতে সিজনাল, মোটামুটি সংরক্ষণ করা যায় এবং সহজে কুরিয়ারে পাঠানো যায় যেমন: সরিষা, মাষকলাই, যব, গম, কিনোয়া, ব্ল্যাক রাইস,  ইত্যাদি ফসল উৎপাদনের চেষ্টা করব ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

✅  বছরে অন্তত ছয় মাস আপনার নিজের বাগানের উৎপাদিত আম আপনার বাসায় পাঠাতে পারব ইনশাআল্লাহ

✅ পাশাপাশি ক্রমান্বয়ে লাইভস্টক নিয়েও কাজ করার ইচ্ছা আছে যা ক্ষেতের পাশাপাশি বা ভিতরে  করা যায়, যেমন ভেড়া, মুরগী, হাঁস, কবুতর, মৌমাছি ইত্যাদি।

✅  প্রথম থেকেই আমাদের লক্ষ্য হল নিরাপদ খাদ্য উৎপাদন করা। অমরা একদম অর্গানিক উৎপাদনের অঙ্গীকার এখনি করছিনা। কিন্ত অমরা খুবই মিনিমাল পেস্টিসাইড ব্যবহার করব, ইনশাআল্লাহ।

Manual5 Ad Code

বিশেষ ভাবে – যে লাইভস্টক গুলো আমরা পালন করার কথা বলেছি যেমন: ভেড়া, বা দেশি মুরগী, এই প্রাণীগুলো বাগানের ভিতরেই চলাফেরা করে বেড়ে উঠবে। বাইরে থেকে কৃত্রিম ভাবে তৈরি করা খবর ওইভাবে দেয়ার প্রয়োজন পরবেনা।

✅  মূলত সমন্বিত কৃষির মাধ্যমে এমন একটা ইকোসিস্টেম বিল্ড করতে চাই যাতে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। এছাড়া GAP ( Good agricultural practice ) অনুসরণ করতে চাই, ইনশাআল্লাহ।

? বিস্তারিত জানতে নিচের (Apply Now ) এ ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন। ➤ অথবা সরাসরি কল করুন এই নাম্বারে: +8801824-780784, 01824-780784

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code