তোমার আমার ভালোবাসার মিছিল

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

তোমার আমার ভালোবাসার মিছিল

শানারেই দেবী শানু |

এক যুগান্তকারী অমর প্রেমের কবিতা লিখব বলে,
তুমি আমি চোখে চোখে
সেদিন দৈবক্রমে সন্ধিচুক্তি করেছিলাম
অনুভূতির খোলা ময়দানে।

মিটিং, সিটিং, আলোচনায়
হৃদয়ের একটা শ্লোগানই
বার বার আন্দোলিত হচ্ছিল –
“আমাদের ভালোবাসার কবিতা ঘর চাই”।

তোমার হৃদয়ের মিছিল
আমার হৃদয়ের মিছিল
বহু ক্রোশ পথ পাড়ি দিয়ে
একে অপরের দিকে তীব্র ধাবমান
শুধু একটি প্রেমের কবিতায় একীভূত হব বলে।

মুখোমুখি মিছিল দু’টির অতর্কিতে বাঁধ সাধে কঠিন ইস্পাতের ব্যারিকেড।

নিয়মের কাঁটাতারের সম্মুখে
এপাশে আমি, ওপাশে তুমি।

রণাঙ্গনে
তোমার মিছিল
আমার মিছিল
তবু হৃদয়ের শ্লোগান একটাই
“আমাদের ভালোবাসার কবিতা ঘর চাই।”

ভালোবাসার কবিতা ঘরের জন্য যুদ্ধ করতে হলে
কঠিন ব্যারিকেড পাড়ি দিয়েও
একে অপরের রক্তাক্ত হৃদয়ের জমিনে
ভালোবাসার কবিতা লিখবে, তোমার আমার হৃদয়।

নতুবা
কাঁটাতারের পিছনে তোমার আমার শ্লোগান
বিষাক্ত বাতাসের আর্তনাদের ঝাঁঝালো শব্দে
ধীরে ধীরে মিইয়ে আসবে,
হেরে যাওয়া সৈনিকের ভাঙা গলার স্বরের মতন।

তোমার মিছিল
আমার মিছিল
এখন সিদ্ধান্তহীনতায়
একে অপরের চোখে নির্বাক তাকিয়ে আছে,
একটি ইশারার অপেক্ষায়…

#
~শানারেই

১০ এপ্রিল, ২০২৫