ফাগুয়া উৎসব উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ফাগুয়া উৎসব উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ এপ্রিল ২০২৫ : আগামী ১২ এপ্রিল দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী ফাগুয়া উৎসব ২০২৫ আয়োজন করা হয়েছে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এ কথা জানান।

ফাগুয়া উৎসব পালন উপলক্ষে বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ জানান, আগামী শনিবার (১২ এপ্রিল ২০২৫) শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে চা বাগান জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৃহৎ অনুষ্ঠান ফাগুয়া উৎসব উদযাপন করা হবে। তিনি আরও জানান, এ উৎসবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ উৎসবকে সফল করতে সাংবাদিকসহ সকল পেশা ও শ্রেণি মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রীতম দাশ আরও জানান, এরইম‌ধ্যে উৎসবের আমেজ ও প্রস্তু‌তি ছড়িয়ে পড়েছে চা-এর সকল বাগানে। শ‌নিবার (১২ এ‌প্রিল) সকালে জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত, চা বাগানের গানের মাধ‌্যমে অনুষ্ঠানের সূচনা হ‌বে। দিনব্যাপী চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে থাকছে ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত‌্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর, এবং গড় সম্প্রদায়ের হোলি গীত।

তিনি ফাগুয়া উৎস‌বে অংশ নিতে সকলকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণসঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মী মো. তারেক ইকবাল চৌধুরী, বৈশাখী উদযাপন পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, সদস্য সচিব নীলয় রশিদ তম্ময়, নীলয় রশিদ তম্ময় বৈশাখী, শুভাকাঙ্ক্ষী এহসানুক হক জাকারিয়া ও শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর বাবলু পাল প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল আই ডন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তরের সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, সাংবাদিক মুসলিম চৌধুরী, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এহসানুল হক, মিজানুর রহমান আলম, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, জুবায়ের আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এমএ রকিব, অরবিন্দ দেবসহ অন্যান্যরা।