সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ এপ্রিল ২০২৫ : আজ ১২ এপ্রিল দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব ২০২৫।
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এর আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান।
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ জানান, আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে চা বাগান জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৃহৎ অনুষ্ঠান ফাগুয়া উৎসব উদযাপন করা হবে। তিনি আরও জানান, এ উৎসবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ উৎসবকে সফল করতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
প্রীতম দাশ আরও জানান, এরইমধ্যে উৎসবের আমেজ ও প্রস্তুতি ছড়িয়ে পড়েছে চা-এর সকল বাগানে। শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত, চা বাগানের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। দিনব্যাপী চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে থাকছে ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর, এবং গড় সম্প্রদায়ের হোলি গীত।
তিনি ফাগুয়া উৎসবে অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসবে অংশ নিতে সকলকে আহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D