আসন্ন ফেডারেল ইলেক্শনের যোগ্য প্রার্থী ডাঃ এএসএম তরুণ

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

আসন্ন ফেডারেল ইলেক্শনের যোগ্য প্রার্থী ডাঃ এএসএম তরুণ

Manual4 Ad Code

সাইদুন ফয়সাল | কানাডা, ২২ এপ্রিল ২০২৫ : আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেল ইলেকশন ২০২৫। আমরা অত্যন্ত আনন্দিত স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ এএসএম তরুণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কনজারভেটিভ দল থেকে।

Manual6 Ad Code

আমরা নিজ আদর্শ থেকে বিভিন্ন দলকে সমর্থন করতেই পারি, সে স্বাধীনতা আমাদের সকলের আছে। কিন্তু যেখানে বাংলাদেশী একজন নির্বাচনে অংশ নেয় তখন কিন্তু আমাদের সকলের কণ্ঠ এক সুরে মিলে যায়। কারণ

১) ডাঃ এএসএম তরুণ আমাদের একজন। যে কোনো সুখে দুঃখে প্রয়োজনে দল মত নির্বিশেষে তিনি আমাদের পাশে এসে দাঁড়াবেন।

Manual6 Ad Code

২) অতীতে তিনি নানা রকম সামাজিক কল্যানমুলক কাজে অংশ নিয়ে আমাদের বিশ্বাস ও আস্থার পুরোটাই অর্জন করেছেন।

Manual6 Ad Code

৩) এখন পর্যন্ত আমরা ফেডারেল পর্যায়ে বাংলাদেশী মুখপাত্র হিসাবে কাউকে দেখিনি, এই সুযোগকে আমাদের মোটেও হারাতে দেয়া উচিত না। কানাডাতে বাংলাদেশী একজন পার্লামেন্টে আমাদের সকলের কথা বলবে, এটা গর্বের, আনন্দের।

Manual3 Ad Code

৪) একজন বাংলাদেশী হবার কারণে তিনি আমাদের নানা সমস্যা ও জটিলতা সম্পর্কে ইতিমধ্যেই অবগত। তিনি নির্বাচনে জয়ী হলে খুব সহজেই বাংলাদেশী কমুনিটির নানাবিধ চাওয়া -পাওয়ার সমাধান হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং কমুনিটির উত্থানে তার অবদান বিবেচনা করলে নিজ দেশের একজনকেই আমরা জয়ী দেখতে চাইবো। আসছে ২৮শে এপ্রিলের ফেডারেল নির্বাচনে ডাঃ এএসএম তরুণকে জয়যুক্ত করুন। কারণ বাংলাদেশী একজন জিতে গেলে জিতে যাই আমরা। ডাঃ এএসএম তরুণ আমাদের লোক, আমাদের মানুষ, আমাদের কণ্ঠ।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code